Date: 14 February, 2015
Venue: Abahani Play Ground, Dhaka
এবারের "ভ্যালেন্টাইনস ডে" তে (Valentines Day) কি করবো খুঁজতে খুঁজতে Ֆtep Forward এর "Flying Lights" ইভেন্ট টা চোখে পরে। তাই ১৪ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বউ আর বন্ধুদের নিয়ে হাজির হই আবাহনী মাঠে।
এটা ছিলো "Fire Lantern / Chines Lamp" (ফানুস) উড়ানোর একটা ইভেন্ট।
রাতের আকাশে যখন একসাথে কয়েকশ ফানুস উড়ছিলো, সে দৃশ্য ছিলো দেখার মতো। উপস্থিত সবাই তখন অভিভূত।
এই ধরনের ইভেন্ট এবারই প্রথমবারের মতো হয়। সবমিলিয়ে খুব আনন্দময় কাটলো এবারের ভ্যালেন্টাইনস ডে'র সন্ধ্যা।