Wednesday, August 5, 2015

feeling grand at Grand Sultan Tea Resort

Tour Date: 02 May, 2015

একদা এক সন্ধ্যায় মনে হলো, আগামিকাল কোথাও ঘুরতে যাওয়া দরকার। বউ কে আমার ইচ্ছার কথা জানালাম, বউ রাজি। এরপর বন্ধুদের ফোন করলাম, ওরাও রাজি। কই যাব সেটা জানিনা, কিন্তু কাল সকালে ৭ টায় রওনা দিব-এমনটাই ঠিক হলো। সারা রাত ধরে  প্লান করে ঠিক করলাম, শ্রীমঙ্গলের দিকেই যাওয়া যাক, যেহেতু রাতের মধ্যেই ব্যাক করতে হবে, কারণ পরদিন আবার অফিস আছে।


সকাল সাত টায় আমি, আমার বউ, ইভন, ইলোরা, ওদের ছেলে ইহান, রুপা আপু আর মিজান ভাইয়া প্রাইভেট কারে রওনা হলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে।



পথে উজান ভাটিতে সকালের নাস্তা সেরে নিয়ে দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম শ্রীমঙ্গল। দুপুরের খাবার খেলাম কুটুম বাড়িতে। এরপর গেলাম গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। বিকালটা ওখানেই কাটালাম।





















সন্ধ্যার দিকে গ্র্যান্ড সুলতান থেকে বের হয়ে সিলেটের দিকে আগালাম। হজরত শাহ্‌ জালাল (রা) আর হজরত শাহ্‌ পরান (রা)- এর মাজার জিয়ারত করে Woondal এ সাতকড়া বিফ, ডাল মাখানি আর বাসমতী চালের ভাত দিয়ে রাতের খাবার সেরে ঢাকার পথ ধরলাম।

No comments:

Post a Comment