Pages

Saturday, February 6, 2016

Comilla Trip' 2016

Tour Date: 8-9 January, 2016


কুমিল্লাতে ২০১১ সালেও একবার গিয়েছিলাম Comilla Trip'2011. এবার গিয়েছিলাম আহসান ভাইয়া আর তানিয়া আপুর বাসায় বেড়াতে। ভাইয়া আর আপু দুইজন-ই আর্মিতে আছেন। জানুয়ারির ৭ তারিখ রাতে কুমিল্লা পৌঁছানোর পর খেয়ে দেয়ে ঘুম দিলাম। 

পরদিন সকালে নাস্তা করে সবাই ঘুরতে বেরিয়ে পরলাম। ভাইয়া প্রথমেই আমাদের নিয়ে গেলেন Moinamoti Bowling Club এ। ভাইয়া-আপুর টুইন বেবি আয়হাম-আয়মান সহ  আমরা সবাই মিলে বোলিং খেললাম।












এরপর গেলাম Moinamoti War Cemetery তে।






War Cemetery ঘুরে আমরা গেলাম Field Marshal Slim's Underground Command Post of WWII. War Cemetery এর মত এটাও একটা Historical place. মাটির নিচে এইরকম একটা Command Post দেখে যে কেউ-ই অবাক হবেন।












এরপর আমরা গেলাম Moinamoti Golf Club এ।











Moinamoti Golf Club এর ভিতরেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানেই আমরা দুপুরের খাবার টা সেরে নিলাম।

বিকালে গেলাম Rupsagor Park & Cafe তে। খুব সুন্দর সাজানো- গোছানো পার্কের চারপাশ। দেখে যে কেউ মুগ্ধ হবেন।







দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আমরা Rupsagor Cafe এ তে Soup আর Pizza খেলাম।






মুলত Comilla Cantonment এর ভিতরেই আমার এবারের কুমিল্লা ট্রিপ টা  সীমাবদ্ধ ছিল। খুব মজার কিছু সময় পার করে পরদিন আবার ঢাকা চলে আসলাম।

No comments:

Post a Comment