Pages

Sunday, March 25, 2012

Asia Cup'2012- India vs. Pakistan

Date: 18 March'2012

India vs. Pakistan ম্যাচ মানেই অন্যরকম এক উন্মাদনা। আর কখনো LIVE দেখার সৌভাগ্য হয় কিনা, এটা একটা কারন ছিল... আর তার চেয়েও বড় কারন, যদি পাকিস্তান ভারতের সাথে জিতে যায়, তাহলে বাংলাদেশ ফাইনালে চলে যাবে কোন হিসাব-নিকাশ ছাড়াই। এই দুটা কারণে অনেক ঝক্কি-ঝমেলা করে India vs. Pakistan ম্যাচের টিকেট যোগাড় করলাম। পাকিস্তান জিততে পারেনি; জেতার প্রয়োজনও হয়নি। বাংলাদেশ কারো দয়া-দাক্ষিণ্য ছাড়াই নিজ যোগ্যতায় Asia Cup'2012 এর ফাইনালে পৌঁছে যায় ভারত আর শ্রীলঙ্কা-কে হারিয়ে।

India vs. Pakistan এর কিছু মুহূর্ত এখানে  শেয়ার করলাম...






















No comments:

Post a Comment